হোম প্রিমিয়ার লীগআইপিএল আইপিএল: ছাড়পত্রের জন্য বিসিবিকে চিঠি দিয়েছে সাকিব-লিটন

আইপিএল: ছাড়পত্রের জন্য বিসিবিকে চিঠি দিয়েছে সাকিব-লিটন

Md Mahadi Hasan

মোঃ আকাশ খান-ক্রিকবল ডেস্কঃ

ইন্ডিয়ায়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। সাকিব এবং লিটনকে আইপিএলে পাঠালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাদের সার্ভিস পাবে না বাংলাদেশ।

কয়েকদিন আগেই ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার ইস্যুতে বেশ শক্ত অবস্থানে ছিল বিসিবি। বাংলাদেশের খেলার সময় জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়তে রাজি ছিল না তারা। তবে সময়ের সঙ্গে কোমল হয়েছে বিসিবির অবস্থান।

সাকিবদের আইপিএলে যাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে কয়েকদিন আগে ইংল্যান্ড সিরিজ চলাকালীন বিসিবির বস নাজমুল হাসান পাপন বলেছিল ওরা যদি আইপিএল খেলতে এনওসি চাইলে ভেবে দেখবে বোর্ড।

এইবারের আসরে মোট তিন বাংলাদশী আইপিএল মাতাবে। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবে কলকাতার হয়ে। আর মোস্তাফিজুর রহমান খেলবে দিল্লির হয়ে।

সবচেয়ে বেশি পঠিত