মোঃ আকাশ খান-ক্রিকবল ডেস্কঃ
চোটের জন্য এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হবে না কাইল জেমিসনের। আর তাই বেশ কিছুদিন ধরেই জেমিসনের বদলি খুঁজেছিল তার দল চেন্নাই সুপার কিংস এবার জেমিসনের বদলি খুঁজে পেয়ে গেল তারা। সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার সিসান্দা মাগালাকে দলে ভেড়াল চেন্নাই।
গত রোববার (১৯ মার্চ) এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। পরে সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্কোয়াডে স্বাগত জানানো হয় মাগালাকে।
আইপিএলের শেষবারের নিলামে কিউই পেস বোলিং অলরাউন্ডার জেমিসনকে এক কোটি রুপিতে দলে নেয় চেন্নাই। অন্যদিকে সিসান্দা মাগালা নিলামে অবিক্রিত থেকে যান। এবার মাগালাকে তার ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপিতে দলে নেয় চেন্নাই। অর্থাৎ, জেমিসনের মূল্যের অর্ধেক রুপিতে চেন্নাই শিবিরে যোগ দেবেন মাগালা।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রাইড়ু, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিত সিং, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, মিচেল স্যান্টনার, শিভম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারগেকার, বেন স্টোকস, সিসান্দা মাগালা, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগত বর্মা।