আর কে রেজা-ক্রিকবল ডেস্ক।
“ফিফা টায়ার-১” আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয় টাইগ্রাসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া থেকে বহু পিছিয়ে বাংলাদেশ। তবুও ভালো ফুটবল খেলার পক্ষে আশাবাদী কৃষ্ণা রানী সরকাররা।
এশিয়া কাপ বাছাই পর্বের খেলায় মালয়েশিয়া বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জামাল ভূইয়াদের দল। তার পরের সপ্তাহে মালয়েশিয়া নারী ফুটবল দল পারি দিলো বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক দুইটি ম্যাচ খেলার লক্ষ্যেই বাংলাদেশে এসেছে মালয়েশিয়া টাইগ্রাসরা। প্রথম দিকে ম্যাচ দুইটির ভেন্যু সিলেটে নির্ধারিত করা হলেও সিলেট বন্যা পরিস্থিতির অবনতির কারনে ভেন্যু পরিবর্তন করে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী শেখ জামাল স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুরে ২০১৭ সালে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ । যেখানে মালয়েশিয়া ২-১ গোলে বাংলাদেশের বিপক্ষে জয় পায।তারপরে কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর। এই বছরে অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।মালয়েশিয়া থেকে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ পিছিয়ে থাকলেও আজ লড়াই হবে নিজেদের ঘরের মাঠে। স্বাগতিক দল হিসেবে মাঠের সুযোগ পেতে চাইবে বাংলাদেশ। ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার বলেন, “আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আগের তুলনায় আমরা এখন অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলছি। অভিজ্ঞতা হয়েছে অনেক। আমরা যদি সবাই একত্রে চেষ্টা করি তাহলে ভালো কিছু হবে অবশ্যই”। মধ্য মাঠের খেলোয়াড় সানজিদা বলেন, “জয়ের প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো। আগে আমাদের দূর্বলতা থাকলেও এখন আমরা তা শুধরে নিয়েছি। এখন আমরা বেশ শক্তিশালী দল”।
মালয়েশিয়া নারী ফুটবল দলের ম্যানেজার সুরাইয়া বিনতে ইয়াকুব বাংলাদেশকে ছোট করে দেখছেন না। সম্প্রতি ভারতে হারানো বাংলাদেশকে তারা কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় (মালয়েশিয়া সময় রাত ৮ টায়)