
জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে গতকাল প্রথমে ব্যাট করে মাত্র ২১০ রানেই অলআউট হয় স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশ ও উইন্ডিজের সাথে ভালো ব্যাটিং করলেও দৌলত যাদরান, আফতাব আলম ও রশিদ খানের বোলিং তোপে পড়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা, ওপেনার স্টার্লিং ৯৪ বলে ৭১, অধিনায়ক পোর্টারফিল্ড ৮৩ বলে ৫৩ ও কেভিন ও’ব্রায়েন ৪৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন। দৌলত যাদরান ও আফতাব আলম ৩টি করে উইকেট শিকার করেন, রশিদ খান ২ উইকেট শিকার করেন।
২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী আফগানিস্তান, এডয়ার ও র্যানকিন এর বোলিং তোপে পড়ে মাত্র ১৩৮ রানেই শেষ হয় আফগানিস্তানের ইনিংস, ৭২ রানে জয় তুলে নিয়ে শুভ সূচনা করে আইরিশরা, আফগানিস্তানের হয়ে ২৯ রান করেন আসগর আফগান, মোহাম্মদ নবী ২৫ বলে ২৭ ও অধিনায়ক গুলবাদিন নাইব ১৮ বলে ২০ রানের ইনিংস খেললেও অন্যান্যদের ব্যর্থতায় বড় পরাজয়বরণ করতে হয় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আফগানদের। এডয়ার ৪ ও র্যানকিন ৩ উইকেট শিকার করেন।
তিনজাতির সিরিজের সবগুলো ম্যাচ ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে, সেখানে ব্যাটিং ট্রাক হলেও বেলফাস্টের উইকেট পেস বোলারদেরকেই সহায়তা করেছে, যার ফলে স্বাগতিক আয়ারল্যান্ড ২১০ রানে অলআউট হওয়ার পর সুবিধা করতে পারেনি সফরকারী আফগানিস্তানও, ১৩৮ রানে অলআউট হয়ে ৭২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এ জয়ের ফলে ২ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক আয়ারল্যান্ড, তিনজাতির সিরিজে জয় বঞ্চিত থাকা আইরিশরা সিরিজের ২য় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর এখন।
উল্লেখ্য, বিশ্বকাপের বাছাই পর্বে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দলগুলোকে হটিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় আফগানিস্তান, বিপরীতে টেস্ট খেলুড়ে পুরনো সদস্য জিম্বাবুয়ে ও নতুন সদস্য আয়ারল্যান্ডও খেলতে পারছে না বিশ্বকাপ, আইরিশরা ২০০৭ সালের বিশ্বকাপ থেকে পরপর ৩ বিশ্বকাপ খেললেও এবারই প্রথম বিশ্বকাপে নেই, পাশাপাশি জিম্বাবুয়েও প্রথমবারের মতো বিশ্বকাপে নেই এবার।
বিশ্বকাপে ভালো ফলাফল করার ঘোষণা দেওয়া আফগানিস্তান আয়ারল্যান্ডের সাথে গুড়িয়ে যাওয়ার পর বিশ্বকাপের পূর্বে বেশ বড় ধাক্কা খেয়েছেই বলতে হবে, আফগানিস্তানের সাফল্যের মূলমন্ত্র স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী হলেও বিশ্বকাপের উইকেট পেস সহায়ক হওয়ায় সাফল্য ছিনিয়ে আনতে আফগানিস্তানকে বেশ বেগ পেতে হবে।