সুফিনুর ইসলাম, ক্রিকবল ডেস্ক: স্টিভ রোডস নামটা অপরিচিত নয় দেশের ক্রিকেটে। বাংলাদেশ দলের সাবেক হেড কোচ ছিলেন তিনি। হাথুরুসিংহে যাওয়ার পর ২০১৮ সালের ৭ জুন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন রোডস। বিসিবির সাথে তার চুক্তি ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তার অধীনে বাংলাদেশ ভালো না করতে পারায় বাদ দেওয়া হয় তাকে।
আজ থেকে আড়াই বছর আগে বাংলাদেশ ত্যাগ করা রোডসকে আড়াই বছর পর দেখা গেলো সেই মিরপুরে। তবে এবার আর জাতীয় দলের জন্য নয়, বিপিএলে স্টিভ রোডসকে ব্যাটিং পরামর্শক হিসেবে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সোমবার (১৭ জানুয়ারি) কুমিল্লার অনুশীলনে যোগ দিয়েছেন রোডস।
মিরপুরে মাশরাফি, মাহমুদুল্লাহদের উৎফুল্ল দেখা যায় স্টিভ রোডসকে দেখে। দুইজনই এসে কুশল বিনিময় করেন সাবেক গুরুর সাথে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে কাজ করবেন রোডস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল:
মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।