ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এ জয়ে লিগে টানা ৬ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো ক্লাবটি।
লিডস ইউনাইটেড পাত্তায় পাইনি সালাহ-সাদিও মানেদের কাছে। একটি গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি ২টি গোল করেন সালাহ। আর সাদিও মানেও লিডসের জালে দিয়েছেন ২ গোল। অন্য দুটি গোল আসে জোয়েল মাতিপ ও ভার্জিল ফন ডাইকের পায়ে।
আর সালাহ গতকাল ১টি গোলে অন্য গোলগুলোর মত সাধারণভাবে অবদান রাখলেও, গোলটি বানিয়ে দিয়ে তিনি গড়েছেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এখন গোলে সর্বোচ্চ অবদানের রেকর্ড সালাহ’র (১৬০)। চেলসির সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা’র (১৫৯) রেকর্ড ভাঙলেন তিনি।
আর এই রেকর্ড তিনি দিদিয়ের থেকে ৭২ ম্যাচ কম খেলে ভেঙেছেন। খেলার ৩০ মিনিটে সালাহর পাস থেকে ২০২০ সালের ডিসেম্বরের পর নিজের প্রথমবারের মত গোল পান মাতিপ।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান লিভারপুলের।