ক্রীড়া প্রতিবেদক: সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে মহিলা সাফ চ্যাম্পিয়নশীপে ফাইনালে উঠে বাংলাদেশ মহিলা ফুটবল দল। অপর ফাইনালিষ্ট টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারত হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক সাবিনা। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, আমরা শিরোপা জিততে চাই। ভারতকে হারাতে আমরা জানপ্রাণ দিয়ে লড়বো।
পুরুষ ফুটবল দলের যাচ্ছেতাই অবস্থার কারনে মহিলা দলের উপরই এখন ভরসা রাখছেন এ দেশের ফুটবলপ্রেমীরা। মেয়েরাও হতাশ করছেন না। মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন এবং শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে আছেন।
স্বাগতিক ভারত বলেই ফাইনালে ভয়টা বেশি। কেননা ভারতের মাটিতে আন্তর্জাতিক ট্রফি জেতার রেকর্ড নেই বাংলাদেশ দলের। আজ জিতে ইতিহাস পাল্টাতে পারবে কি বাংলাদেশ?