ক্রীড়া প্রতিবেদকঃ ২০১৭ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের নারীরা ১-১ গোল নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে এসে আর দাঁড়াতে পারেনি।
শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় প্রথম গোল করে এগিয়ে যায় ভারত ম্যাচের ৩৮ মিনিটে সময় স্বপ্না গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।
বিরতির পর ৬৩ মিনিট দ্বিতীয় আর খেলে শেষের ৫ মিনিট আগে তৃতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করে ভারতের নারীরা।