হোম ক্রিকেট উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া মেয়েদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।

উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া মেয়েদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।

Yasin Hosen

ইয়াসিন হোসেন – ক্রিকবল ডেস্ক।

উইলোমোর পার্ক বেনোনীতে অস্ট্রেলিয়া অনু-১৯ নারী দল এর বিপক্ষে অনু-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বাংলাদেশ অনু-১৯ নারী দল।

বেনোনীতে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজি মেয়েরা। টস হেরে বল করতে নেমে নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশের মেয়েরা।দিশা বিশ্বাসের জোড়া আঘাতে শুরুতেই সাজঘরে ফিরেন দুই অজি ওপেনার মারি এবং প্যারিস বউডলার। তারপর মোর আর হ্যায়ওয়ার্ডের জুটিতে ঘুরে দাঁড়ায় অজি মেয়েরা। বাংলাদেশের মেয়েরা নিজেদের লাইন টু লাইন বল করে অজিদের আটকে রাখে বাঘিনিরা।মোর এর ৫২ রান এবং হ্যায়ওয়ার্ডের ৩৫ রানে ভর করে বাংলাদেশের মেয়েদের ১৩০ রানের টার্গেট দেয় অজি অনু-১৯ মেয়েরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন মারুফা আক্তার এবং দিপা বিশ্বাস। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন মিস্টি রানী সাহা। দিলারা আর হুমাইয়ারার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দিলারা ফিরেন ৪০ এবং হুমাইয়ারা ফিরেন ২২ রান করে। স্বর্ণা আক্তার এবং সুমাইয়া আক্তারের অপরাজিত পার্টনারশীপে ২ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ অনু-১৯ দল।

স্বর্ণা করেন ১৮ বলে ২৩ রান এবং সুমাইয়া করেন ২৫ বলে ৩১ রান।যেকোনো আইসিসি ইভেন্টে বাংলাদেশ প্রথমবার হারালো অস্ট্রেলিয়াকে, যেটা বাংলাদেশের জন্য ইতিহাস।

সবচেয়ে বেশি পঠিত