এইচএম কাওসার – ক্রিকবল ডেস্ক।
চলতি আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে রেকর্ড গড়ে সেঞ্চুরি করে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের।ঘরের মাঠে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ভালো করতে পারেননি মুশফিক। তবে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ৭২ রানের একটি ইনিংস খেলেন।
প্রথম ওয়ানডেতে ঝোড়ো ৪৪ ও দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অপরাজিত ১০০! যা কিনা নতুন রেকর্ডই। সেই সাথে ১৪ বছর আগে সাকিবের করা ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন মুশফিক। টানা তিন ম্যাচে ভালো খেলার পুরস্কারও পেলেন হাতেনাতে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগোলেন মুশফিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ৬৩৩ রেটিং নিয়ে ২২ নম্বরে ছিলেন মুশফিক। তিনি এখন আছেন ১৮ নামবার পজিশনে।অন্যদিকে অবনতি হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিমের। সিরিজ শুরু হওয়ার আগে ১৮তে অবস্থান করেছিলেন এ ওপেনার। এখন আবার চলে গেছে ২২ তম স্থানে।