ক্রিকবল নিউজ: উপমহাদেশে এসেছে অস্ট্রেলিয়া কিংবা অন্য দলগুলো তেমন সুবিধা করতে পারে না, এর ব্যতিক্রম খুব কমই হয়েছে, স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার শক্তি যেমন কমেছে তেমনি সর্বশেষ এশিয়া কাপে তেমন সুবিধা করতে না পারা পাকিস্তানও ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলো, পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ দিয়ে অজিদের সাথে জয়ের স্বপ্ন দেখলেও দুবাই টেস্ট শেষ হয়েছে ওসমান খাজার বিরত্বে ড্রয়ের মাধ্যমে।
দুবাইয়ে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাফিজ ও হারিস সোহেলের সেঞ্চুরীতে ৪৮২ রান করে পাকিস্তান, জবাবে অভিষিক্ত বিলাল আসিফের বোলিং তোপে পড়ে মাত্র ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া, ৬ উইকেট শিকার করেন আসিফ।
অস্ট্রেলিয়াকে ফলোঅন করাতে পারলেও তা করেনি পাকিস্তান, নিজেরা ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করলে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ৪৬২ রানের, সময় থাকে ১৪০ ওভারের মতো।
৪র্থ দিনের শেষ সেশন ও ৫ম দিন মিলিয়ে অজিদের অলআউট করে পাকিস্তান যখন জয়ের স্বপ্ন নিয়ে বোলিং শুরু করেছে ঠিক তখনই ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়ে শুরু করেন ফিঞ্চ ও খাজা, ফিঞ্চ টানা ২য় ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থেকে ৪৯ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন খাজা, দুই ভাই শন মার্শ ও মিশেল মার্শ শুণ্য রানে আউট হলে বেশ চাপে পড়ে অজিরা, অভিষিক্ত ট্রেভর হেডকে নিয়ে লড়াই করেন খাজা, হেড ৭২ রান করে আউট হওয়ার পর ১৩ রান করে ফেরেন অভিষিক্ত মার্নাস, তারপর অধিনায়ক টিম পেইনকে নিয়ে আবারো জুটি বাধেন খাজা, ধীরে ধীরে এগুতে থাকেন স্বপ্নের ড্রয়ের দিকে।
জয়ের জন্য রানের তুলনায় ওভার কম থাকায় জয়ের স্বপ্ন থেকে সরে এসে ড্রয়ের পথেই এগুতে থাকে অজিরা, খাজা ৩০২ বলে ১৪১ রান করে আউট হওয়ার পর আবারো ধস নামে অজিদের ইনিংস, ৩৩১ রানে ৫ উইকেট থেকে ইয়াসির শাহ এর বোলিং তোপে পড়ে ৩৩৮ রানে ৮ উইকেটের পতন ঘটে অজিদের, পাকিস্তান যখন শেষ ২ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখছে তখনো ম্যাচ বাঁচাতে প্রায় ৯ ওভার ব্যাটিং করার প্রয়োজনে পেইন ও লিয়ন রুখে দাঁড়ান এবং পেইন ১৯৪ বলে ৬১ ও লিয়ন ৩৪ বলে অপরাজিত ৫ রান করে অবিশ্বাস্য ড্রয়ে পরিণত করেন দুবাই টেস্ট। ৮ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করে অজিরা।
এশিয়ায় সফরকারী দলগুলোর মধ্যে চতুর্থ ইনিংসে ৩৬২ রানের দলীয় ইনিংসটি ২য় সর্বোচ্চ এবং চতুর্থ ইনিংসে ওসমান খাজার ১৪১ রানের ইনিংসটি এখন প্রথম স্থানে উঠে এসেছে, এর আগে ২০১০ সালে পাকিস্তানের ইউনিস খান ১৩১ রানের ইনিংস খেলেছিলেন চতুর্থ ইনিংসে। অবিশ্বাস্য এ ড্রয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৮৫ ও ২য় ইনিংসে ১৫১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওসমান খাজা।
লেখা-জুবায়ের আহমেদ।