আরকে রেজা; ক্রিকবল
গত শুক্রবার রাজধানী ঢাকার একটি হোটেলে সাফের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন চৌধুরী।
শুক্রবার সাফের বিশেষ সাধারণ সভায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চলতি বছরে কোন কোন টুর্নামেন্ট আয়োজন করবে তার চূড়ান্ত সময় সূচি প্রকাশ করেন। গতবছর (২০২১) ডিসেম্বরে শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট । সেই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ের মাসে দারুন বিজয় দিয়ে শেষ করলো বিদায়ী বছর। নতুন বছরের সাফ আয়োজন করবে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট । এটাই চলতি বছরের প্রথম টুর্নামেন্ট। টুর্নামেন্টঠি চলবে ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত। ভারতের জামসেদপুরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টটি। দ্বিতীয় টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট । ভারতে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টটি ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে। ৫ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে সাফের তৃতীয় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কাতে। ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে সাফ নারী চ্যাম্পিয়নশীপ । নারী চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ভেন্যু নেপাল।
চলতি বছর শেষ হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট দিয়ে। এই টুর্নামেন্টের তারিখ এখনো চূড়ান্ত নির্ধারণ করা হয়নি। তবে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন আগস্ট মাসে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা আছে।