হোম ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশাল যেতে চান সাকিব

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশাল যেতে চান সাকিব

Md Mahadi Hasan

।আরকে রেজা;ক্রিকবল।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-২০২২) এর অষ্টম আসরের পর্দা উঠবে আর কিছু দিন পরেই। বিপিএলের এবারের টুর্নামেন্টে ছয়টি দল অংশ গ্রহণ করবে। বিপিএলের এবারের আসরে তিনটি ভ্যেনুতে মোট ৩৪টি ম্যাচ হবে।

হঠাৎ করে বেড়ে গেছে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। দিন তারিখ সব রেডি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। বাকি শুধু বাইশ গজের খেলা। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের বিপিএল নিয়ে অনেক পরিকল্পনাই ভেস্তে গেছে। তবুও থেমে থাকবে না বিপিএল। আগামী ২১ জানুয়ারি মিরপুর শেরে-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের অষ্টম আসরের পূর্বে বরিশাল চার বার অংশগ্রহণ করে বিপিএল টুর্নামেন্টে। চার আসরের প্রথম দুইবার বরিশাল বার্নার্স ও পরের দুই আসরে বরিশাল বুলস। ২০১৬ এর পরে বিপিএলে বরিশাল নামে কোন দল আসেনি। গত ২০২০ সালে বিসিবির ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-২০ লীগ আয়োজন করে বিসিবি। সেখানে ফরচুন বরিশাল নামে একটি দল অংশ গ্রহণ করেন। তখন ফরচুন বরিশালের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ও ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। ফরচুন বরিশালের চেয়ারম্যান তখনই ঘোষনা দিয়ে ছিলেন আগামী বিপিএলের(অষ্টম) আসরে ফরচুন বরিশাল দল থাকবে। ফরচুন বরিশালের চেয়ারম্যান তার কথা রাখছেন এবং আসন্ন বিপিএলে ফরচুন বরিশাল ব্যালেন্স একটি টিম গঠন করছে। একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে যা যা দরকার ঠিক তেমনি দল সাজিয়েছে ফরচুন বরিশাল । সবচেয়ে বড় চমক বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান কে প্রথমে দলে যুক্ত করে নিয়েছেন। সাকিবের সাথে বিদেশী ক্যারিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল, ব্রাভো, মুজিবুর রহমান ও আলঝারি জোসেফ কে দলে ভিড়ান। দেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছে উইকেট রক্ষক সোহান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, ইমরান শুক্কুর, মুনিম শাহরিয়ার সহ অনেকেই। কোচিং স্টাফেও রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও ঘরোয়া লীগের সফল কোচ খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ), মেন্টর হিসেবে থাকছেন সাকিবের গুরু নাজমুল আবেদীন ফাহিম।

গতদিন (১৫ জানুয়ারি) রাজধানীর একঠি হোটেলে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। দলের বড় তারকা সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, “আমি খুবই রোমাঞ্চীত।প্রথমবার বরিশালের হয়ে খেলবো। চেষ্টা থাকবে আমরা যেন বরিশাল বাসীকে এবারের শিরোপাটা দিতে পারি।” আরো বলেন, “আমি দল নিয়ে খুশি। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্য পূর্ন একঠি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফরম্যান্স করতে হবে।”

ফরচুন বরিশালের জার্সি উম্মোচন ও বিশেষ কিছু কার্যক্রম বরিশালেই করার ইচ্ছা ছালো ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের। কিন্তু করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকায় সেটা আর সম্ভব হয়নি। বরিশাল যেতে না পেরে সাকিব বলেন,” আন্তরিক ভাবে দুঃখিত। কোভিড-১৯ বেড়ে যাচ্ছে, এটা সবার জন্য ঝুঁকিপূর্ণ। একারনেই আসলে যাওয়া হয়নি। এটা না হলে অবশ্যই যেতাম। যেতে পারলে ভালো লাগতো। আমি খুব রোমাঞ্চীত হয়ে ছিলাম। যে গেলে সবার সাথে দেখা করতে পারতাম। আমরা আশা করবো, দূর থেকে আপনারা আমাদেরকে সমর্থন করবেন। আর আমরা শিরোপা নিয়ে আপনাদের সাথে দেখা করবো।”

আসন্ন বিপিএলে টাকা খরচের দিক থেকে ফরচুন বরিশাল প্রথমে। বাংলাদেশের পোস্টার বয় নাম্বার ওয়ান সাকিব আল হাসানও বরিশালের। বাইশ গজের সবুজ চত্বরে যদি তাদের পারফরম্যান্স সবার উপরে থাকে তাহলে অবশ্যই বরিশাল বাসী চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ পাবে। গত চারবারের আসরে প্লে অফ খেলে ফাইনালে পৌছলেও ব্যর্থ হয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি স্বাদ থেকে। বরিশালের অধরা চ্যাম্পিয়ন ট্রফি উঠুক সাকিব আল হাসানের হাতে এটাই আশা করে বরিশাল বাসী।

সবচেয়ে বেশি পঠিত