জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: উইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে গতকাল সফরকারী আয়ারল্যান্ড এর সাথে ১ বল হাতে রেখে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক উইন্ডিজ, ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন আলজারি জোসেফ, সিরিজের প্রথম ম্যাচেও ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।
গতকাল ব্রিজটাউনে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। ওপেনার স্টার্লিং ৭৯ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। পোটারফিল্ড ২৯, কেভিন ও’ব্রায়েন ৩৪ ও সিমি সিংহ ৩৪ রানের ইনিংস খেললেও ক্যারিবিয়ান পেসার কর্টরেল ও জোসেফের বোলিং তোপে পড়ে কেহই লম্বা ইনিংষ খেলতে পারেননি। শেষের দিকে ১৩ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাকার্থি। জোসেফ ৪ ও কর্টরেল ৩ উইকেট শিকার করেন।
২৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা উইন্ডিজ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন। সিমি সিংহ ও ম্যাকার্থির বোলিং তোপে পড়ে মাত্র ২৪ রানে ৩ ও ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকা উইন্ডিজের হয়ে লড়াই করেন পুরান ও অধিনায়ক পোলার্ড। পুরান ৪৪ বলে ৫২ ও পোলার্ড ৩২ বলে ৪০ রান করে ফেরেন, সেই সাথে সেফার্ড ৮ ও কেরি পেরি ১৮ রান করে ফিরলে আবারো চাপে পড়ে উইন্ডিজ, স্পিনার হেইডেন ওয়ালস লড়াই করেন, বল হাতে ৪ উইকেট শিকার করা জোসেফও ব্যাট হাতে উইকেটে থিতু হতে চেষ্টা করেন, জোসেফ ২৬ বলে ১৭ রান করে ফেরেন। ২৩২ রানে ৯ম উইকেটের পতনের পর জয়ের জন্য ৬ রানের প্রয়োজনে ৪৯তম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে উইন্ডিজ, ৪৬ রান নিয়ে উইকেটে থাকা ওয়ালস ৫০তম ওভারের ২য় বলে ওয়ালস ১ রান নিয়ে প্রান্ত বদল করলে পরের বলেই আউট হতে হতেও বেচে যান কর্টরেল, ৪র্থ বলে ১ রান নেন ওয়ালস। জয়ের জন্য শেষ ২ বলে ৩ রানের প্রয়োজনে ওভারের ৫ম বলে ছয় হাঁকিয়ে দলকে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন কর্টরেল। ৪৬ রান করে অপরাজিত থাকেন হেইডেন ওয়ালস।
এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয় লাভ করে উইন্ডিজ। ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন আলজারি জোসেফ। সিরিজের প্রথম ম্যাচে লুইজ ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ী করলেও এর আগে বল হাতে ৪ উইকেট শিকার করা জোসেফই ম্যাচসেরা হয়েছিলেন।