দেশের ফুটবলকে উন্নয়ন করে সারা বিশ্বে তুলে ধরতে চান আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে যশোর শামস-উল- হুদা স্টেডিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা শেষে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন বলেছেন, যশোরের ফুটবলের অবস্থা খুবই খারাপ। যশোরের ফুটবল ডেভেলপমেন্ট হওয়া উচিত।
তিনি আরো বলেন, যশোরের ফুটবল উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা আছে। শুধু যশোরের ফুটবল নয়, সারাদেশের ফুটবল নিয়ে কাজ করবো। দেশের ফুটবলকে উন্নয়ন করে সারা বিশ্বে তুলে ধরতে চাই।
বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন যশোরের পানিবন্দি স্টেডিয়ামের সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ করবেন বলে জানান।
যশোর স্টেডিয়ামকে সাইফ স্পোটিং ক্লাবের হোম ভেন্যু করার চিন্তা আছে বলেও জানান ক্লাবটির কর্ণধার। এছাড়া ফুটবল একাডেমি করার চিন্তাও আছে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র-বাংলা নিউজ২৪।