আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
করোনার কারনে খেলাধুলা স্থগিত হয়ে গেলেও ধীরে ধীরে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলাধূলা আয়োজন হচ্ছে বেশ কয়েকমাস ধরে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে সফল আয়োজন করার মাঝেই জাতীয় ফুটবল দল দর্শক সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সফল ভাবে।
ম্যাচের শুরুতে মাত্র ৯ মিনিটেই জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ দলের একের পর ব্যর্থ আক্রমণের পর প্রথমার্ধ ১-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটে দেশের হয়ে দ্বিতীয় গোল করেন মাহবুবুর রহমান।

নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল দল।