এইচএম – কাওসার – ক্রিকবল ডেস্ক।
গত বছর লাহোর কালান্দার্সের নেতৃত্ব নিয়েই নিজেকে উজাড় করে দিচ্ছেন আফ্রিদি। তাকে অধিনায়ক করে যে কোনো ভুল করেনি, সেই প্রমাণ দিয়ে দলকে এনে দিয়েছেন দ্বিতীয় শিরোপা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে আবারও শিরোপা জিতিয়েছেন লাহোরকে। প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি শিরোপা জেতা শাহীন এবার পেলেন পিএসএলের সেরা একাদশের অধিনায়কের তকমা।

পিএসএলের সেরা একাদশে আছেন অবশ্য লাহোরের খেলোয়াড় মাত্র দুজন। ১ রানে হেরে রানার-আপ হওয়া মুলতান সুলতান্সের খেলোয়াড়ই আছেন ৫ জন। ২ জন খেলোয়াড় আছেন পেশোয়ার জালমির। ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন সেরা একাদশে।
ক্রিকেট এনালিস্ট হারুন রশিদ, বাজিদ খান, ড্যারেন গঙ্গা, নিক নাইট ও সানা মীরের বেছে নেওয়া এই একাদশে যারা যারা আছেন।
একনজরে পিএসএলের ৮ম আসরের সেরা একাদশ:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, রাইলি রুশো, আজম খান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, ইমাদ ওয়াসিম, রশিদ খান, আব্বাস আফ্রিদি, ইহসানউল্লাহ। দ্বাদশ : সাইম আইয়ুব।