প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আইরিশদের জয় ৪৩ রানে। ডাবলিনে আগে ব্যাট করে ২৯০ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ২৪৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের এটিই প্রথম জয়। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৭ ওয়ানডেতে। অন্য কোনো সংস্করণে এখনও দেখা হয়নি তাদের। পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের পর ৬ষ্ঠ টেস্ট খেলুড়ে দেশকে পরাজয়ের স্বাদ দিল আয়ারল্যান্ড। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট পেল আইরিশরা।
অ্যান্ডি বালবির্নির দারুণ শতরানে ভর করে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। বালবির্নি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৭ বলে ১০২ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন। এছাড়া হ্যারি টেকটর ৭৯, জর্জ ডকরেল ৪৫, অ্যান্ডি ম্যাকব্রায়ান ৩০ ও পল স্টার্লিং ২৭ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্দিলে ফেলুকাওয়ো ২টি এবং রাবাদা, কেশব মহারাজ, ও তাবারেজ শামসি ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৮.৩ ওভারে ২৪৭ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার জানেমন মালান দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন। ভ্যান ডার দাসেন করেন ৪৯ রান। ডেভিড মিলার ২৪ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মার্ক, লিটল ও ম্যাকব্রায়ান ২টি করে উইকেট নেন।