
জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক প্রতি বছরই বর্ষসেরা ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়, আজ ২০১৮ সালের সেরা পারফরম্যান্স করা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে অন্যান্য জনপ্রিয় খেলোয়ার, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি-বিএসপিএ।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম, বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মন, গেল বছর দূর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ক্রিকেট ও ফুটবলের এই দুই জনপ্রিয় তারকা, তবে ক্রিকেট ও ফুটবলকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় স্যুটার আব্দুল্লাহ হেল বাকি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জয়ের মাধ্যমেই দেশসেরা ক্রীড়াবিদ মনোনীত হন তিনি।
এছাড়াও এশিয়া কাপে একহাতে ব্যাট করে দেশপ্রেম ও ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিবেদনের জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করে পপুলার চয়েজ এওয়ার্ডে ভূষিত হয়েছেন দেশসেরা ওপেনার ও ব্যাটসম্যান তামিম ইকবাল।
পুরস্কারপ্রাপ্তরা:-
বর্ষসেরা ক্রীড়াবিদ: আব্দুল্লাহ হেল বাকী (শুটার)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: তামিম ইকবাল (ক্রিকেটার)।
বর্ষসেরা ক্রিকেটার: মুশফিকুর রহিম, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: শাপলা আক্তার, বর্ষসেরা শ্যুটার: আব্দুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ: সিরাত জাহান স্বপ্না (ফুটবলার), মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়), বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (ফুটবল), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব: ফজলুল ইসলাম (হকি কোচ) ও মনসুর আলী (সংগঠক), বিশেষ সম্মাননা: নাজমুন নাহার বিউটি (সাবেক অ্যাথলেট), বর্ষসেরা সংগঠক: নাজমুল হাসান পাপন (এসিসি ও বিসিবি সভাপতি), বর্ষসেরা পৃষ্ঠপোষক: বসুন্ধরা গ্রুপ।