সম্প্রতি শেষ হয়েছে এশিয়া কাপ বাছাই পর্ব। যেখান থেকে বাংলাদেশ ফিরেছে শূন্য হাতে। তবুও বাংলাদেশের বর্তমান খেলা নিয়ে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
এশিয়া কাপ বাছাই পর্বে বাহারাইনের কাছে ২-০ তে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। এরপরে দ্বিতীয় ম্যাচে তুর্কমেস্তিনাকের কাছে ২-১ ব্যবধানে হার। বাছাই পর্বের সর্বশেষ ম্যাচ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোল ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। প্রথম দিকে বাংলাদেশ ভালো ফুটবল খেলে হারলেও শেষের দিকে বাংলাদেশ ছন্দ ছাড়া ফুটবল খেলে হেরেছে। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায়নি। ঐ দিন মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশের খেলা দেখতে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলো। তার মধ্যে প্রায় ১০ হাজারের মত বাংলাদেশী প্রবাসী দর্শক জামাল ভূইয়াদের সমর্থন করতে উপস্থিত ছিলো। কিন্তু খেলা শেষে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশী দর্শকদের। ম্যাচ হেরেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূইয়া স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশী দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু ধন্যবাদ জানালেই কি দর্শকদের মন জয় করতে পেরেছে? অবশ্যই না, দূর দুরন্ত থেকে ছুটি নিয়ে আসা দর্শকরা জয়ের মিছিল নিযেই ফিরতে চেয়েছিলো। কিন্তু বাংলাদেশ ফুটবল দল তাদের সেই আশায় পানি ঢেলে দিলো।
বাছাই পর্ব থেকে শূন্য হাতে বাংলাদেশে ফিরলেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাতেই খুশি। তিনি বর্তমান ফুটবলকে সেই ৮০-৯০ দশকের ফুটবলের সাথে তুলনা করে বলেন, ” সবাই শুধু অতীত অতীত করে। আমি তো জানি তখন আমরা কেমন ম্যাচ খেলেছি। কি ফলাফল ছিলো তখনকার ম্যাচে? তখন কোন বড় দলের সঙ্গে খেলেনি। তখনকার ৮০-৯০ দশকে আমরা ৮-১০ গোল খেয়েছি। এখন আমাদের ৮-১০ গোল হজম করতে হয় না।”
বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য টাকার কোন কমতি নেই। কিন্তু উন্নয়নের জন্য দরকার সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন। বাফুফে সভাপতি বড় বড় কথা বললেও বাস্তব ক্ষেত্রে তার ছিটেফাটাও নেই। আগামী পাঁচ বছরে ক্রীড়ামন্ত্রনালয়ে বাফুফে ৪৫০ কোটির টাকার দাবি করছে। যার জোগান দেওয়া বর্তমান সময় কঠিন বলে মনে করেন ক্রীড়ামন্ত্রনালয়। তবুও বাফুফের প্রস্তাব গুরুত্বসহকারে দেখছেন ক্রীড়ামন্ত্রনালয়। এবং বাফুফের প্রস্তাবিত টাকা গুলো কোন খ্যাতে ব্যয় করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে ক্রীড়ামন্ত্রনালয় ও বাফুফে সাথে। বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য সঠিক পদে সঠিক লোকের দরকার। বর্তমান সময়ে দুর্নীতির করাল গ্রাসে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে।