হোম ক্রিকেট বাংলাদেশ-আয়ারল্যান্ড: টি-২০ দল ঘোষণা বাদ আফিফ ও নুরুল; দলে নতুন দুই মুখ রিশাদ ও জাকের আলী

বাংলাদেশ-আয়ারল্যান্ড: টি-২০ দল ঘোষণা বাদ আফিফ ও নুরুল; দলে নতুন দুই মুখ রিশাদ ও জাকের আলী

Md Mahadi Hasan

মোঃ আকাশ খান-ক্রিকবল ডেস্কঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে আছে দুই নতুন মুখ রিশাদ আর জাকের, বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব।

লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক প্রথমবারের মত টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের দলে থাকা নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা বাদ পড়েছেন। এছাড়া জায়গা ধরে রেখেছেন বাকি সবাইই। নতুন করে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন।

২৫ বছর বয়সী জাকের আলি অনিক এখন অব্দি ৪২ প্রথম শ্রেণির ম্যাচ, ৭১ লিস্ট এ ও ৪৯ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ২২৮২, ১৫৬০ ও ৫৮৭।

২০ বছর বয়সী রিশাদ হোসেন খেলেছেন কেবল ১৩ প্রথম শ্রেণির ম্যাচ, ১ লিস্ট এ ম্যাচ ও ১৪ টি-টোয়েন্টি। উইকেট শিকার করেছেন যথাক্রমে ১৯, ০ ও ৬।

আগামী ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২ টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলি অনিক।

সবচেয়ে বেশি পঠিত