আর কে রেজা-ক্রিকবল ডেস্ক।
ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ার জালে ৬ গোল দিয়ে বড় জয় পেলো বাংলাদেশ নারী ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া থেকে বহু পিছিয়ে থাকা বাংলাদেশ মালয়েশিয়াকে পেলে জ্বলে উঠলো।
এশিয়া কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়া ছেলেদের কাছে বাংলাদেশ ছেলেরা হেরে দেশে ফিরে যায়। বাংলাদেশের মাঠে মালয়েশিয়া নারীদের পেয়ে এক ধরনের ছেলে খেলায় মেতে উঠে সানজিদারা। মালয়েশিয়ার জালে এক এক করে ৬টি গোল পাঠিয়ে দিয়ে বড় জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলের ফিটনেস, স্ট্যামিনা, গতি এবং অভিজ্ঞতা ভরপুর। খেলার শুরুতেই ৯ মিনিটে আখি আক্তারে গোলে ১-০ তে লিড নেয় বাংলাদেশ । এরপরেই শুরু হয় গোলের বন্যা। ২৫ মিনিটে সাবিনা আক্তারে দ্বিতীয় গোল মালয়েশিয়ার জালে। ফের ২৯ মিনিটে আখি দ্বিতীয় বারের মত বল জালে পাঠিয়ে দিয়ে ৩-০ করেন। বিরতীর প্রায় শেষ মিনিটে অর্থাৎ ৪৪ মিনিটে সিরাত জাহানের গোলে ৪-০ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতীর পরে ৬৬ মিনিটে মনিকা চাকমার গোলে বাংলাদেশ ৫-০ তে এগিয়ে যায়। ৭৩ মিনিটে লর্ড কৃষ্ণা শেষবারের মত মালয়েশিয়া জালে বল পাঠিয়ে ৬-০ তে নিয়ে যায়। এরপরে কয়েকটি সুযোগ আসলেও আর কোন গোল দিতে পারেনি বাংলাদেশ। পুরো নব্বই মিনিটের খেলায় মাঠে রাজত্ব করছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার কোন আক্রমণ চোখে পড়েনি।
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড়দের যে পারফরম্যান্স তাতে ফিফা র্যাঙ্কিংয়ে তারা আরো উপরে থাকার কথা। কিন্তু তাদের খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ না থাকায় তারা বিশ্বে ১৪৬ তম স্থানে রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত নারীদের জন্য আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা। তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি সম্ভব।