।।আব্দুল হাকিম–ক্রিকবল।।
পাকিস্তানের ব্যাটার ফখর জামানের কথা শুনলেই ক্রিকেট বোদ্ধাদের মাথায় যেই কথাগুলো ঘুরপাক খেলে তন্মধ্যে– ‘হার্ড হিটার’ লকবটা সামগ্রিক ভাবেই প্রথমে স্থান দখল করে রাখে। যার ক্রিজে থাকা মানেই ব্যাটের মুন্সিয়ানায় বোলারদের গায়ের ঘাম ঝড়ানো, বাইশ গজে চার-ছক্কার উত্তাল ঢেউ তুলা, রানের চাকাকে টগবগিয়ে উত্তাপ করে তুলা।
সম্প্রতি ফখর জামান ভক্তদের জন্য এসেছে সুসংবাদ, অস্ট্রেলিয়ান ফ্যাঞ্চাইজি ভিত্তিক লীগ বিবিএল (বিগ ব্যাশ) রাঙাতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তানের বর্তমান হার্ড হিটার ব্যাটার ‘ফখর জামান’। তাকে দলে টেনেছে ব্রিসবেন হিট। বিগত কয়েক দিন আগে ব্রিসবেন তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে এমন একটি বার্তা পোস্ট করে নিশ্চিত করেছে বিষয়টি। এবারই প্রথমবারের মতো বিগ ব্যাশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই পাক ক্রিকেটার। এর আগে কখনো বিগ ব্যাশ লীগে কোন টিমের হয়ে মাঠে নামতে দেখা যায়নি তাকে।
এখন অবধি ফখর জামান ৬৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৫৮ বার মাঠে নামার সুযোগ পেয়ে ১৩১.৭৫ স্ট্রাইক রেটে ২২.৭৮ গড়ে ১২৫৩ রান সংগ্রহ করেছেন। কোন সেঞ্চুরির দেখা না পেলেও তার ক্যারিয়ারে রয়েছে ৭ টি হাফ সেঞ্চুরির দর্শন। ফখরের ব্যাটিং গুণাবলির মধ্যে রয়েছে নতুন বলে দ্রুতগতিতে রান তোলার এক অপ্রতিরোধ্য ক্ষমতা। দলের প্রয়োজনে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট চালাতে পারেন ওভারের পর ওভার।
চলতি বিগ ব্যাশে ব্রিসবেন হিট ৮ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। ব্রিসবেন হিট হয়তো তাদের পরবর্তী ম্যাচগুলো জেতার লক্ষ্যেই এই ব্যাটারকে দলে ভিড়িয়েছে গ্রুপ পর্বের অন্তিম লগ্নে। চলতি বিগ ব্যাশ লীগে ফখররের সাথী হিসেবে অজি হার্ড হিটার ব্যাটার ক্রিস লিন, বিশ্ব নন্দিত আফগান স্পিনার মুজিবের মতো ক্রিকেটাররা রয়েছেন।