বিপিএল শুরুর আগে ব্যক্তিগতভাবে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন কেনার লুইস। ৩০ বছর বয়সী এ হার্ড হিটার প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান। সোমবার ঢাকা এসে মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম অনুশীলনে যোগদেন দীর্ঘকায় এ ব্যাটসম্যান। মিরপুর একাডেমী মাঠে কথা বলেন ২০১১ সালে জ্যামাইকার হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে অভিষিক্ত লুইস।
প্রশ্ন: প্রথমবার বাংলাদেশে, কেমন লাগছে?
কেনার লুইস: প্রথমবারের মতো বিপিএল খেলতে যাচ্ছি, এ জন্য আমি উদগ্রীব। এখানে আসতে পেরে ভাল লাগছে।
প্রশ্ন: অনেকে আপনাকে ক্রিস গেইলের সাথে তুলনা করেন, এটা কিভাবে দেখেন?
কেনার লুইস: কিংবদন্তির সাথে আমাকে তুলনা করাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি নিজেকে তার (ক্রিস গেইলের) মতো করে গড়ে তুলতে চাই, দিতে চাই নিজের সেরাটা।
প্রশ্ন: দলটা তারুণ্য নির্ভর, এ সম্পর্কে কি বলবেন?
কেনার লুইস: গতরাতে কয়েক ঘণ্টা দলের সঙ্গে কাটিয়েছি। দলে তারুণ্যর অধিক্য। আমরা একটা দল হিসেবে খেলতে চাই, প্রতিযোগিতায় ভাল করতে হলে দল হিসেবে খেলতে হবে।
প্রশ্ন: এখানে আসার আগে বাংলাদেশ ও বিপিএল সম্পর্কে কোন ধারনা ছিল?
কেনার লুইস: শুনেছি এখানকার উইকেটগুলো মাঝেমধ্যে মন্থর, মাঝেমধ্যে ফাস্ট হয়। আশাকরছি, এ অবস্থার সাথে মানিয়ে নিতে সমস্যা হবেনা।
প্রশ্ন: দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
কেনার লুইস: নিশ্চিতভাবেই আপনারা কিছু বিগ-হিট দেখতে পাবেন (হাসি)। আশাকরছি, সেগুলো উপভোগ করবেন। ক্রিকেটটা উপভোগ করুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাশেই থাকুন, ‘বর্ন টু উইন’।