।।এইচএম কাওসার -ক্রিকবল ডেস্ক।।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। তবে তাদের মেইন প্লেয়ার লিটন দাসের খেলা এই ম্যাচে অনিশ্চিত, বিষয়টি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্র। নিউজিল্যান্ড সফর শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা মাত্র দেশে ফিরেছেন। অনেক আগেই বোর্ড থেকে দলগুলোর প্রতি নির্দেশনা ছিল- জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম চাইলে তা যেনো কার্যকর হয়।
আর তাই বিশ্রামের কারণেই প্রথম ম্যাচে লিটন খেলবেননা,এমন কি দ্বিতীয় ম্যাচেও না খেলার সম্ভাবনা রয়েছে। যদিও দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চাননি। তিনি বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লিটনের সাথে আমার এখনও দেখা হয়নি। কথা হোক, তারপর সিদ্ধান্ত নিব। সালাউদ্দিন অবশ্য টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্রিকেটারদের বিশ্রামের পক্ষেই আছেন, তবেঁ যেহেতু লিটন টিমের মেইন প্লেয়ার হিসাবে নেওয়া হয়েছিল তাই সবদিক বিবেচনা করবে দুই পক্ষ।
কোচ সালাউদ্দিন বলেন, যারা বিসিএল, এনসিএলে খেলেছে তারা যথেষ্ট ম্যাচ খেলেছে। তাদের বিশ্রামও জরুরী। বায়োবাবলে থাকতে থাকতে তাদেরও মানসিক স্বস্তি দরকার। এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি।
পুরো টুর্নামেন্টে যেন ফ্রেশ থাকতে পারে এবং ভালো খেলা উপহার দিতে পারে এজন্য তাদের বিশ্রাম দেওয়া উচিৎ। উল্লেখ্য, ২২ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স।