হোম ক্রিকেট বিপিএল মাতাতে ঢাকায় আসছেন ওয়াসিম জুনিয়র।

বিপিএল মাতাতে ঢাকায় আসছেন ওয়াসিম জুনিয়র।

Yasin Hosen

এইচএম কাওসার -ক্রিকবল ডেস্ক। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমকে স্বাগত জানিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে ফরচুন বরিশাল ফ্র‍্যাঞ্চাইজি লিখেছে, ‘পেস বোলিং-অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম আজ রাতে ঢাকায় আসছেন এবং তিনি আগামীকাল তিনি দলের সঙ্গে যোগ দেবেন।বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের জার্সি গায়ে খেলবেন চলতি আসরে। দলের সঙ্গে যোগ দিতে কাল যাবেন চট্টগ্রামে। এই দলে আছে তার দেশীয় সতীর্থ ইফতিখার আহমেদ ও হায়দার আলি।২০২১ সালে অভিষেকের পর থেকে পাকিস্তানের হয়ে খেলেছেন ২ টেস্ট, ১১ ওয়ানডে ও ২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। উইকেট পেয়েছেন যথাক্রমে ২, ১৮ ও ৩৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলে ওয়াসিম জুনিয়র পেয়েছেন ৫৯ উইকেট।উল্লেখ্য ঃ চলতি আসরে ৪ ম্যাচ খেলা ফরচুন বরিশাল ৩ জয় নিয়ে দুইয়ে তাদের অবস্থান। আগামী ১৯ জানুয়ারি বরিশালের পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে। আর এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক ঘটবে পাকিস্তানি নতুন তারকা ওয়াসিম জুনিয়রের।

সবচেয়ে বেশি পঠিত