।।আব্দুল হাকিম, ক্রিকবল।।
সর্বশেষ নিকোলাস পুরানকে দলে সংযুক্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট সানরাইজার্স। পুরান ছাড়াও এর আগে আরও দুই ক্যারিবিয়ান ক্রিকেটার লেন্ডল সিমন্স ও ডেভন থমাসকেও দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্যারিবীয় উইকেটরক্ষক পুরানকে দলে ভেড়ানোর কথাটি জানায় সিলেট। এর আগের দিন ওপেনার সিমন্সকে দলে নেয় সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। একইদিনে ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ডেভন থমাসকেও দলে ভেড়ায় তারা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। দলটিতে পুরান-সিমন্স-ডেভন ছাড়া আরও আছেন দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, কলিন ইনগ্রাম, অ্যাঞ্জেলো পেরেরা ও সিরাজ আহমেদরা।
দেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। দলটিতে আছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও শফিউল হায়াত হৃদয়রা।