
জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: ২০১৯ বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলে আজ লর্ডসে আয়ারল্যান্ডের সাথে পূর্ণ শক্তির দল নিয়ে টেস্ট খেলতে নেমেও মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে ইংল্যান্ড। আইরিশ পেসার মুরতাগ ৫ ও র্যানকিন ৩ উইকেট শিকার করে গুড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিংলাইনআপ।
নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৩য় টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ড। অভিষেক টেস্টে পাকিস্তানের সাথে দূর্দান্ত ক্রিকেট খেলার পর নিজেদের ২য় টেস্টে আফগানিস্তানের সাথেও লড়াই করেছে বেশ। দীর্ঘদিন বিরতি দিয়ে ২টি ম্যাচ খেলার পর আজ লর্ডসে ৩য় টেস্ট খেলতে নেমেই বাজিমাত করেছে আয়ারল্যান্ড। শক্তিশালী ইংল্যান্ডের সাথে টসে হেরে বল হাতে নিয়েই ইংল্যান্ডকে মাত্র ৮৫ রানে আটকে দিয়েছেন।
ইংলিশ ধ্বংশযজ্ঞে বল হাতে নেতৃত্ব দিয়েছেন টিম মুরতাগ। ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করে লর্ডসের অনার্সবোর্ডে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে নাম লেখান এই পেসার। এডায়ার ২ ও র্যানকিং ৩ উইকেট শিকার করেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ২৩ রানের ইনিংস খেলেন জো ডেনলি। ১৯ রান করেন ওলি স্টোন। অভিষিক্ত জেসন রয় ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের দিন শুণ্য রানে আউট হয়েছেন তিন ব্যাটসম্যান, বেয়ারিস্টো, মঈন আলী ও ওকস রানের খাতা খোলার আগেই ফিরেন, তিনজনকেই ফেরান পেসার মুরতাগ।
আয়ারল্যান্ডের হয়ে ২টি টেস্ট ম্যাচ খেলে ইনিংসে ৪ উইকেট বেস্ট বোলিং থাকা মুরতাগ আজ ৩য় টেস্টে এসে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেছেন ইনিংসে, দিয়েছেন ইংল্যান্ডের লজ্জা উপহার।
ইংল্যান্ডের ১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৫ রানে অলআউট হওয়ার ইনিংসটি ২৫তম সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড, এছাড়াও টেস্ট র্যাংকিংয়ে ৯ম স্থানে বা তারপরে থাকা দলগুলোর সাথে এটিই ইংল্যান্ডের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে ১৮৮৭ সিডনিতে মাত্র ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড, যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।
ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেওয়ার পর আয়ারল্যান্ড দল বড় সংগ্রহ গড়তে পারলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দাপটীয় অঘটনের জন্ম হতে পারে লর্ডস টেস্টেই। তবে ম্যাচটি চারদিনের হওয়ায় ২য় ইনিংসে ইংলিশরা দাঁড়িয়ে গিয়ে লজ্জার হাত থেকে বাঁচার সুযোগও থাকছে ইংল্যান্ডের সামনে। ইংলিশ দূর্গ গুড়িয়ে দিয়ে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় তুলে নিতে পারে কিনা আয়ারল্যান্ড, তাই এখন দেখার বিষয়।