মোঃ আকাশ খান-ক্রিকবল ডেস্কঃ
শ্রীলঙ্কাকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে ১-০ তে। ওয়ানডেতে রানের বিচারে এটিই কিউইদের লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বড় জয়।
এই জয় নিয়ে নিউজিল্যান্ড আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৬০।
যদি তারা সিরিজে ৩-০ তে জিততে পারে তাহলে তারা অস্ট্রেলিয়াকে হটিয়ে ওয়ানডে দলগত র্যাংকিংয়েও শীর্ষে উঠবে।
তবে এই পরাজয়ে শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার আশায় বড়সড় ধাক্কা লেগেছে। তারা এখন ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ১০ নম্বরে আছে। ৭৭ পয়েন্ট আছে শ্রীলঙ্কার নামের পাশে ম্যাচ বাকি আর কেবল ২ টি।
কেবল ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, যা এই বছরের শেষভাগে মাঠে গড়াবে ভারতে।
যদি শ্রীলঙ্কা তাদের বাকি থাকা দুই ম্যাচ জেতেও, তখনো তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের ফলের দিকে।