ক্রীড়া প্রতিবেদক: এনামুল হুদা নাঈম: টানা ফর্মহীনতায় ভুগছেন জাতীয় দলের বিধ্বংসী ওপেনার সৌম্য সরকার। ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজ এমনকি সর্বশেষ বিপিএলে রানে ছিলেন না সৌম্য। তবে রানে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। ধারনা করা হয়েছিলো নিউজিল্যান্ডের বাউন্সি পিচে রান পাবেন সৌম্য। কিন্তু সেখানেও ধারাবাহিক ভাবে ব্যার্থ হয়েছেন। বছরের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন সৌম্য সরকার।
এমন অবস্থায় সৌম্যকে একাদশে রেখে রান করার চাপ না দিয়ে উচিত জাতীয় ক্রিকেট লীগে সুযোগ করে দেওয়া। যাতে নিজের সাবলীল ব্যাটিং করে খোলস ছেরে বেরিয়ে আসতে পারেন তিনি। তখন জাতীয় দলে জায়গা পেলে দেখা যাবে সেই পুরানো সৌম্য সরকারকে। শুভ কামনা রইল এই উদীয়মান অলরাউন্ডারের জন্য।