হোম ক্রিকেট বেটউইনারের সাথে চুক্তি থাকলে দলে সাকিবের জায়গায় নেই_নাজমুল হাসান পাপন

বেটউইনারের সাথে চুক্তি থাকলে দলে সাকিবের জায়গায় নেই_নাজমুল হাসান পাপন

Rezaul Karim

ছোট দেশের বড় তারকা। লাল-সবুজের জার্সি পরিহিত সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে যেমন রাজত্ব করেন ঠিক তেমনি করেন মাঠের বাহিরেও। সম্প্রতি বেটউইনার নামক একটি সংস্থার সাথে সাকিবের চুক্তি নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

আসন্ন এশিয়া কাপের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করার কথা ছিলো। কিন্তু বিসিবি সভাপতি দল ঘোষনা করতে পারেনি। বরং তিনি সাকিব আল হাসানের ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি সাংবাদিকদের বলেন, “সাকিব আল হাসানের ব্যাপারে আগের অবস্থানেই থাকছে বিসিবি। বেটিং সাইটের সঙ্গে সম্পৃক্ততা থাকলে বাংলাদেশ দলেই থাকবে না সাকিব, অধিনায়কত্ব তো দূরের ব্যাপার। সবকিছু নির্ভর করছে সাকিবের সিদ্ধান্তের ওপর, সাকিবকে চিঠি পাঠানো হয়েছে। আজকের মধ্যে তার সিদ্ধান্ত জানানোর কথা এখনো জানাননি তিনি, তাই সিদ্ধান্ত পেতে আরো অপেক্ষা। দুই-একদিন অপেক্ষা করতে হচ্ছে। সাকিব এখন দেশের জন্য খেলবে নাকি বেটিং সাইটের সঙ্গে যুক্ত থাকবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার”।

বেটউইনার কি আসলেই জুয়ার সাইট? তবে এটা নিশ্চিত বেটউইনার জুয়ার সাইট। কিন্তু তারা সাকিবকে তাদের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছেন শুধু স্পোর্টস নিউজ সাইট হিসেবে। এবং সাকিব নিজেই তা তার ভেরিফাইড ফেসবুকে উল্লেখ করেছেন। বিসিবি-বেটউইনার-সাকিব এই খেলায় কে জিতবে? সাকিব বা বিসিবি না জিতলেও জিতে যাচ্ছে বেটউইনার। আর ক্ষতি হচ্ছে বা হবে বাংলাদেশ ক্রিকেটের।

বেটউইনারের সাথে চুক্তি করায় সাকিবকে যদি ক্রিকেট থেকেই ছেটে ফেলতে হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মিডিয়াতে বিসিবি কর্মকর্তাদের যে ছবি ক্যাসিনো খেলার দৃশ্য দেখা গেছে তারা কেন এখনো বোর্ডে রয়েছেন। তাদের কি কোন সাজা হবে না?

সবচেয়ে বেশি পঠিত