আইপিএল ২০২০ এর ফাইনালে দুবাইয়ে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে শক্তিশালী মুম্বাই। এটি আইপিএলে মুম্বাইয়ের ৫ম ও টানা দ্বিতীয় শিরোপা জয়।
দুবাইয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠা দিল্লি টসে জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। শুরুতে বোল্টের বোলিং তোপে পরে স্টইনিস, ধাওয়ান, রাহান্যে ব্যর্থ হয়ে ফিরলেও আয়ার ৫০ বলে অপরাজিত ৬৫ ও প্যান্ট ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন।
মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট শিকার করেন বোল্ট। কুল্টার নাইন ২ ও জয়ন্ত যাদব ১ উইকেট শিকার করেন
চ্যাম্পিয়ন হতে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ৫১ বলে ৪ ছয়ে ৬৮, ডি ককের ১২ বলে ২০, সূর্যকুমারের ২০ বলে ১৯ ও ইশানের ১৯ বলে ৩৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৫৭ রান করে ৫ উইকেটেট জয় দিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বাইয়। শিরোপা বঞ্চিত হয় দিল্লি।