এইচএম কাওসার-ক্রিকবল ডেস্ক।
দ্বিতীয় সেশনে ৩ উইকেট পড়লেও একা লড়ছেন ডিপেন্ডাবল মুশফিকুর রহিম। তবে তৃতীয় সেশনে এসে আবারও সুইফ করতে গিয়ে বোল্ড হলেন তিনি।
রাজিথার পেস বোলিংয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন লিটন কুমার। পরের বলে ফেরান তামিম ইকবালকেও, তামিম যেনো নিজে আউট হয়ে দেখাতে চেয়েছিলেন মুমিনুল কিভাবে আউট হয়েছেন। সাকিব কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও ধৈর্য ধরে থাকতে পারলেন না। আসিথার শর্ট বলের ফাঁদে পড়ে পড়ে ৪৪ বলে ২৫ রানে ফিরেছেন এই অলরাউন্ডার। তাতে দ্বিতীয় সেশনে খেলায় ফিরেছে সফরকারী দল। চায়ের বিরতিতে যাওয়ার আগে ১৫৫ ওভার শেষে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৪৬৩ রান। লিড দাঁড়িয়েছে ৬৭ রানের। অষ্টম সেঞ্চুরি তুলে ১০৫ রান করে আউট হয়েছেন মুশফিক।
শ্রীলংকান পেইসার রাজিতা নিয়েছেন ৪ উইকেট ও ফার্নান্দো ২ উইকেট।