ক্রিকবল নিউজ:ব্যস্ত সময় পাড় করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিপিএল শেষে পাকিস্তানের সাথে পূর্ণাঙ্গ সিরিজে প্রথম ধাপে টি২০ ও ২য় ধাপে এক টেস্ট খেলে আসার পর ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে দূর্দান্ত জয় তুলে নিয়েছে, ওয়ানডে ও টি২০ সিরিজ শেষে পুনরায় পাকিস্তানের সাথে ৩য় ধাপে সিরিজের ২য় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশীপের ব্যস্ত সূচীর সাথে ওয়ানডে ও টি২০ সিরিজের ব্যস্ততার মাঝেও আসন্ন মে মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ডের গণমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ জানিয়েছে, ইতিমধ্যেই সিরিজ ও সময়সূচী চূড়ান্ত হয়েছে। এই সিরিজে টেস্ট না থাকলেও তিনটি ওয়ানডে ও চারটি টি২০ ম্যাচ খেলবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্টিত হলেও চার ম্যাচের টি২০ সিরিজ ইংল্যান্ডে আয়োজন করতে চায় আইরিশ ক্রিকেট বোর্ড।
আগামী ১১ই মে উলভসের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে বেলফাস্টের স্টোরমন্টে ১ মে শুরু হবে ওয়ানডে সিরিজ, ১৬ ও ১৯ মে ২য় ও ৩য় ম্যাচ শেষে ২২ মে টি২০ সিরিজ মাঠে গড়াবে। আয়ারল্যান্ডের বেলফাস্ট ওয়ানডে সিরিজের ভেন্যু হলেও ইংল্যান্ডের কোন মাঠে টি২০ সিরিজ হবে তা এখনো চূড়ান্ত হয়নি।