হোম ক্রিকেটআফগানিস্তান রশিদ-যাদরান নৈপুণ্যে আফগানিস্তানের দূর্দান্ত জয়

রশিদ-যাদরান নৈপুণ্যে আফগানিস্তানের দূর্দান্ত জয়

জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ:আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের গ্রেটার নদিয়াতে রশিদ-যাদরান নৈপুণ্যে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ১১ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে শুভ সূচনা করেছে আফগানিস্তান। নাজিবুল্লাহ যাদরান মাত্র ২১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ী করেন, এর আগে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করা রশিদ খান ম্যাচসেরা হন।

গ্রেটার নদিয়াতে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারী আয়ারল্যান্ড। দুই ওপেনার স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েনের ব্যাটে ৬৩ রানের দূর্দান্ত শুরু পায় সফরকারীরা, কেভিন ১৭ বলে ৩৫ রান করে ফিরলেও ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলেন স্টার্লিং। অধিনায়ক ব্যালবার্নি ২৯ বলে ২৯ ও টেক্টর ১৭ বলে ২৯ রানের ইনিংস খেললেও রশিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে শেষের দিকে খেই হারিয়ে ফেলে আয়ারল্যান্ড, ৬ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে সফরকারীদের ইনিংস, রশিদ খান ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মজিবুর রহমান ৪৯ রান দিয়ে ১ ও শাপুর যাদরান ৩৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার জাজাই ও গুরবাজ মাত্র ৪.৩ ওভারে ৫৪ রানের জুটি গড়েন, জাজাই ১৫ বলে ২৩ ও গুরবাজ ১৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন। পরপর দুই ওপেনারের বিদায়ের পর করিম জানাত ৬ ও অধিনায়ক আজগর আফগান শুন্য রানে ফিরলে বিনা উইকেটে ৫৪ রান থেকে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তন, ৫ম উইকেটে সামিউল্লাহ সেনওয়ারী ও যাদরান জুটি বাধেন, সামিউল্লাহ দায়িত্বশীল ব্যাটিং করলেও ব্যাট হাতে তান্ডব চালান যাদরান। সামিউল্লাহ ২৯ বলে ২৮ রান করে ফিরলেও ২১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন যাদরান। ৫ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৩৩ রান সংগ্রহের পর বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়।

বৃষ্টির কারনে পরবর্তীতে আর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি আইনে আফগানিস্তান দল ১৫ ওভার হিসেবে আয়ারল্যান্ড থেকে ১১ রানে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে ১১ রানে জয়ী হয় আফগানিস্তান। বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন রশিদ খান। এ জয়ের ফলে তিন ম্যাচ টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আফগানিস্তান।

সবচেয়ে বেশি পঠিত