এইচএম কাওসার – ক্রিকবল ডেস্ক।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাদ পড়ার
আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে রেকর্ড টানা ৬১টি ম্যাচ খেলেছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন। কিন্তু নতুন কোচ চান্দিকা হাথুরুসিংহের কোচিংয়ের নতুন অধ্যায়ের শুরুতেই কাটা পড়ল তার নাম।
দল থেকে আফিফ কেন বাদ, এ নিয়ে ছিল জল্পনা কল্পনা অনেক। সেসব একেবারেই উড়িয়ে দিয়ে চান্দিকা হাথুরুসিংহে পরিষ্কার জানিয়ে দিলেন, পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন আফিফ হোসেন।
এই তরুণ ব্যাটিং অলরাউন্ডারকে আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখেননি বিসিবির নির্বাচকরা। এমন কি প্রথম দুই ওয়ানডেতে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি আফিফের।
আফিফ প্রসঙ্গে কোচ হাথুরুসিংহে বলেন, ‘সে এই মুহূর্তে দলের বাইরে আছে। তাকে দলে আসতে সেটাই করতে হবে যেটা অন্যরা করে। অর্থাৎ তাকে রান করেই ফিরতে হবে। এমনকি আমি তার সঙ্গে কথা বলেছি। তার কোথায় উন্নতি করতে হবে সেটা তাকে জানিয়ে দিয়েছি। সে যদি তা করতে পারে, তাহলে জাতীয় দলে অন্য সবার মতো অবশ্যই তারও জায়গা আছে।
অবশ্যই, তাকে আমরা তার চেহারার জন্য বাদ দেইনি, বাদ দিয়েছি তার পারফরম্যান্সের জন্যই।
উল্লেখ্য: ৬২ ম্যাচের ক্যারিয়ারে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন আফিফ। ২১.২৫ গড়ে করেছেন ১ হাজার ২০ রান। স্ট্রাইক রেট ১২০.২৮।