সবর্কালের সেরা ফুটবলার ও আর্জেন্টিনার মহা তারকা ডিয়াগো ম্যারাডোনার আজ ৫৮তম জন্মদিন। শুভ জন্মদিন ম্যারাডোনা।
১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনেস আইরেস প্রদেশের লানুস শহরের জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অন্যরকম টান ছিল তার। সে ধারাবাহিকতায় ৮ বছর বয়সেই আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন ম্যারাডোনা। এরপর ১৯৭৭ সালে জাতীয় দলে নাম লেখান এবং অংশ নেন চারটি বিশ্বকাপ আসরে। তার নেতৃত্বেই ১৯৮৬ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
ক্যারিয়ার জীবনে জাতীয় দলের পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন ম্যারাডোনা। ১৯৮১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন তিনি। অনেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থক তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গন্য করেন। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ে পেলের সাথে যৌথভাবে ছিলেন।
ম্যারাডোনাই একমাত্র খেলোয়াড় যিনি দুইবার স্থানান্তর ফি এর ক্ষেত্র বিশ্বরেকর্ড গড়েন। প্রথমবার বার্সেলোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরো এবং দ্বিতীয়বার নাপোলিতে স্থানান্তরের সময় ৬.৯ মিলিয়ন ইউরো। নিজের পেশাদার ক্যারিয়ারে আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি তার নাপোলিতে কাটানো সময়ের জন্য বিখ্যাত, যেখানে তিনি অসংখ্য সম্মাননা জিতেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ খেলায় ৩৪ গোল করেন।
১৯৯১ সালে ইতালিতে ড্রাগ টেস্টে কোকেইনের জন্য ধরা পড়ায় ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হন তিনি। ১৯৯৪ বিশ্বকাপে ইফিড্রিন টেস্টে ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ২০০৫ সালে তিনি তার কোকেইন নেশা ত্যাগ করেন । ১৯৯৭ সালে প্রিয় দল বোকা জুনিয়র্স থেকে অবসর নেন।
ফুটবল থেকে শত বিতর্ক সত্ত্বেও ফিফা ২০০০ সালে ম্যারাডোনাকে পেলের সাথে যৌথভাবে বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত করে। ২০০৮ সালের নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব পান তিনি। ২ বছর পর শিষ্যদের বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের দায়িত্ব হারান সাবেক তারকা এ ফরোয়ার্ড।
বর্তমানে মেক্সিকোর ক্লাব দোরাদোসের কোচ হিসেবে কাজ করছেন ম্যারাডোনা। সর্বকালের সেরা এই তারকাকে বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্ট ২০১৮ সালে সম্মানসূচক চেয়ারম্যান পদে আসীন করে।