হোম ক্রিকেট শেষ সময়ে দ্যা স্প্যাইস ম্যান খ্যাত ফ্লেচার সাকিবের বরিশালে

শেষ সময়ে দ্যা স্প্যাইস ম্যান খ্যাত ফ্লেচার সাকিবের বরিশালে

Yasin Hosen

ইয়াসিন হোসেন – ক্রিকবল ডেস্ক।

এবারের আসরের সবচেয়ে বড় পরাশক্তির নাম ছিলো সাকিবের ফরচুন বরিশাল। তার প্রধান কারণ ছিলো ইফতেখার এর ফর্ম সাথে ওয়াসিমের পেইস।সদ্যই পিএসএল শুরু হওয়ার কারণে বাংলাদেশ থেকে চলে গেছেন ইফতেখার আহমেদ, ওয়াসিম জুনিয়র। তার প্রভাব পড়েছে খেলার মাঠে, টেবিলের তলানিতে থাকা খুলনা টাইগার্সের কাছে হেরেছে সাকিবের বরিশাল।

শেষ সময়ে সেমিফাইনাল শুরু হওয়ার আগে একের পর এক সাইন করাচ্ছে বরিশাল। সদ্যই আফ্রিকা থেকে আফ্রিকান লীগ শেষ করা প্রেটোরিয়াসকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। আজ বরিশাল ভক্তদের জন্য থাকছে আরো সুখবর। বরিশালের হয়ে খেলতে ইতিমধ্যেই ঢাকায় এসেছেন দ্যা স্প্যাইস ম্যান খ্যাত আন্দ্রে ফ্লেচার। তিনি এতদিন ডুবাইতে ইন্ট্যারন্যাশনাল লীগে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন। ব্যাটিং লাইনাপে দলের অন্যতম ভরসার নাম ছিলেন ফ্লেচার। ব্যাট করার পাশাপাশি ফিল্ডিংয়েও দূর্দান্ত দ্যা স্প্যাইস ম্যান।

ফ্লেচারেই থামছে না বরিশাল ম্যানেজম্যান্ট, ইতিমধ্যেই বরিশালের হয়ে খেলতে কাল রাতে ঢাকায় এসেছে ভানুকা রাজাপাকসা। তিনিও ডুবাইর ইন্ট্যারন্যাশনাল লীগে ডুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।

সবচেয়ে বেশি পঠিত