এইচএম কাওসার – ক্রিকবল ডেস্ক।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অষ্টম আসর। আর এজন্য ঢাকায় পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সন।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব সামলাবেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পল নিক্সন। হেড কোচের দায়িত্ব পালনের লক্ষ্যে শনিবার ঢাকায় পৌঁছেছেন তিনি।
রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পল নিক্সনকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম সহ আরও অনেকেই।
ঢাকায় ‘পা’ রেখে পল নিক্সন বলেন, ‘এবারের বিপিএলের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে ট্যালেন্ট প্লেয়ার আছে, ইতো মধ্যে অনেকেই আবার জাতীয় দলে তাদের মেলে ধরেছেন। আমার বিশ্বাস বিপিএলে দারুণ কিছু হবে আর এইবারের বিপিএল নিয়ে আমি খুবই এক্সাইটেড।