জুবায়ের আহমেদ: বাংলাদেশ জাতীয় ফুটবল (পুরুষ) দল ৩ বৎসরের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলায় নিষেধাজ্ঞায় পতিত হয়েছেন। তাই আপাতত ফুটবলে ভরসা নারী দলই। চলতি সাফ চ্যাম্পিয়নশীপে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ মহিলা দল। ম্যাচে হ্যাট্রিক করেন সাবিনা খাতুন।
অপর দিকে টানা তিন আসরের চ্যাম্পিয়ন ভারত আসরের প্রথম সেমিফাইনালে নেপালকে ৩-১ গোলে পরাজিত করে টানা ৪র্থবারের মতো সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তি, সাফের অতীত ইতিহাস এবং ভারত স্বাগতিক হওয়া, সবমিলিয়ে বাংলাদেশই পিছিয়ে। তবে প্রথমবারের মতো দূর্দান্ত খেলে ফাইনালে উঠা বাংলাদেশ এর আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই। তাছাড়া সেমিফাইনালে মালদ্বীপকে যেভাবে পরাস্ত করেছে, তাতে করে ফাইনালেও ভালো কিছুর প্রত্যাশা করছে এ দেশের ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ ফুটবলের অতীত গৌরব এখন শুধুই ইতিহাস। জাতীয় পুরুষ দলের সাম্প্রতিক বাজে খেলার দরুন নিষেধাজ্ঞা প্রাপ্ত হওয়ায় এ দেশের ফুটবলপ্রেমীদের চোখ এখন শুধুই মহিলা দলের দিকে।
আগামী ৪ জানুয়ারী ২০১৭ তারিখে সিলিগুড়িতে ফাইনালে লড়াই করবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। ভারত হটফেভারিট হলেও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় মহিলা দল।
সাবিনা খাতুনের হ্যাট্ট্রিক ও পুরো দলের উজ্জ্বল পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে ফাইনাল জেতার। দৃষ্টি এখন শুধুই ৪ জানুয়ারীর দিকে।
Previous Articleপরাজয়ে বৎসর শুরু বাংলাদেশের
Next Article পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়লো অষ্ট্রোলিয়া!!!
আরও খবর
Add A Comment