স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করে আর্জেন্টিনা। কিন্তু, ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোর জায়গা হয়নি ঘোষিত দলে। এজেকুয়েল লাভেজ্জি, লুকাস প্রাতো ও অ্যাঞ্জেল কোরেয়া বাদ পড়াদের মধ্যে অন্যতম। দলে আছে বেশ কিছু নতুন খেলোয়াড়।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক:
নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো, জিরোনিমো রুলি।
ডিফেন্ডার:
ইমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মার্সাডো, হাভিয়ের মাশ্চেরানো, নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডার:
এভার বানেগা, লুকাস বিগলিয়া, ম্যানুয়েল ল্যানজিনি, লিন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এদুয়ার্দো স্যালভিও।
ফরোয়ার্ড:
জোয়াকিন কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, আলেজান্দ্রো গোমেজ, গঞ্জালো হিগুয়েইন, মাওরো ইকার্দি, লিওনেল মেসি।