হোম ক্রিকেট স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইমতিয়াজ শিহাব

স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ইমতিয়াজ শিহাব

Rezaul Karim

প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে মেহেরপুর সরকারি হাই স্কুলকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাই স্কুল । ফাইনাল ম্যাচ ও টুর্নামেন্ট সেরা রংপুর শিশু নিকেতন হাই স্কুলের ক্যাপ্টেন ইমতিয়াজ শিহাব।

৩৪৮টি স্কুল থেকে প্রায় সাড়ে সাত হাজার ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে শুরু হয় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট। গত দিন (১৩ জুন) নারায়ণগঞ্জের শামসুজ্জোহ স্পোর্টস কমপ্লেক্সে রংপুর শিশু নিকেতন হাই স্কুল ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫০ ওভারের ম্যাচটি কোন দলই পুরোপুরি খেলতে পারেনি। প্রথমে ব্যাটিং করে রংপুর শিশু নিকেতন হাই স্কুল ৩৭.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০২ রান করেন। প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে সেই রানই করতে দেয়নি রংপুর শিশু নিকেতন হাই স্কুলের বোলাররা। বোলাদের দাপটে বোলিংয়ে মাত্র ৪৩ রানে অল আউট হয়ে যায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। যার ফলে রংপুর শিশু নিকেতন হাই স্কুল ৫৯ রানে জয় নিয়ে শিরোপা ঘরে তুলে।

পুরো টুর্নামেন্ট জুরে রংপুর শিশু নিকেতন হাই স্কুলের ক্যাপ্টেনের বোলিং কারিশমা দেখছে দর্শক। লেগ স্পীনার শিহাব ফাইনালে ম্যাচে ৫ ওভার বল করে ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দ্য ফাইনাল। গ্রুপ পর্বেও তিনবার নিয়েছেন পাঁচ উইকেট। কয়েকবার হয়েছেন ম্যাচ সেরা। টুর্নামেন্ট শুরুর দিকে একটা ম্যাচে ১৬ রান খরচে নিয়েছিলেন ৮টি উইকেট। টুর্নামেন্টে ৩৩টি উইকেট ও ১৩৬ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা বোলার সহ টুর্নামেন্টের প্রায় অর্ধেক পুরষ্কার শিহাবের দখলে। তবে এই ক্ষুদে শিহাব সবার নজর কেড়েছেন তার লেগ স্পীন বোলিং দিয়ে। গুগলি, টার্ন, জাম্প, ফ্লাইট সব রয়েছে তার লেগ স্পীনে। দারুন প্রতিভা রয়েছে শিহাবের। সঠিক পরিচর্যা বা সঠিক কোচ বা ক্লাবের নিয়ন্ত্রণে থাকলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ স্পীনারের অভাব তিনি একদিন পূরন করতে পারবে। তার সাম্প্রতিক ম্যাচগুলোর বোলিং ফিগার দারুণ। উইকেট টেকিং এবিলিটির সাথে রান চেক দেয়ার ক্ষমতাও আছে।

শিহাবের বোলিং ফিগার:
মেহেরপুর সরকারি হাই স্কুল বনাম ১৪/৫
সরকারি জুবিলি হাই স্কুল বনাম ১৮/৪
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল বনাম ৪৫/৬
ঢাকা বিভাগ (নর্থ) অনূর্ধ্ব-১৬ বনাম ৫৮/৩
বিকেএসপি বনাম ৭১/৫
বরিশাল বিভাগ অনূর্ধ্ব-১৬ বনাম ১৮/২ ও ৩৮/৪
সিলেট বিভাগ অনূর্ধ্ব-১৬ বনাম ২০/২

সবচেয়ে বেশি পঠিত